গাজীপুরে পোশাক শ্রমিকদের বেতনের দাবিতে আবারও দিনভর বিক্ষোভ,রাস্তা অবরোধ
আলমগীর কবীর:
গাজীপুরে স্টাইল ক্রাফট লিমিটেড নামক পোশাক কারখানায় আবারও বকেয়া বেতন প্রাপ্তির দাবিতে প্রায় ৬ ঘণ্টা রাস্তা অবরোধ ও বিক্ষোভে নেমে পড়ে পোশাক শ্রমিকরা । পরে প্রশাসনিকভাবে বেতন পরিশোধের আশ্বাস পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় সড়ক অবরোধ তুলে নেয় শ্রমিকরা । গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পরিদর্শক সমীর চন্দ্র সূত্রধর জানিয়েছেন গাজীপুর নগরীর লক্ষ্মীপুরা এলাকার ‘স্টাইল ক্রাফট লিমিটেড’নামের পোশাক কারখানার শ্রমিকদের এপ্রিল মাস থেকে বেতন বকেয়া পড়ে যাওয়ায় এ বিক্ষোভ ।
সমীর সূত্রধর আরও জানান,মে মাসের পুরো বেতন এবং আগের মাসের আংশিক বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে আন্দোলন শুরু করে শ্রমিকরা।
বকেয়া বেতনের কোনো আশ্বাস না পেয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে কারখানার পাশে গাজীপুর- ঢাকা সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে শ্রমিকরা।
বিকেলে শ্রমিকদের দাবির বিষয়ে কারখানা কর্তৃপক্ষ,শিল্প পুলিশ,মহানগর পুলিশ এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা বৈঠক করেন।
বৈঠক শেষে এপ্রিলের আংশিক বেতন ১৪ জুন এবং মে মাসের পুরো বেতন আগামী ২২ জুন পরিশোধের আশ্বাস দেওয়া হলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নেয় বলে জানান প্রশাসনিক কর্মকর্তারা ।